
বরিশালে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা এলাকার তালুকদার বাড়ির মিলন তালুকদারের ছেলে নয়ন তালুকদার (১৯)।
মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, ওই রাতে মোবাইল-৪ টিমের দায়িত্বে থাকা এসআই মো. তারিকুজ্জামান ও এএসআই মো. আজমল উদ্দিন ঠাকুর সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গড়িয়ারপাড় বাসস্ট্যান্ডে একটি মাহিন্দ্র গাড়ির জন্য অপেক্ষমান এক ব্যক্তির হাতে থাকা নীল রঙের ড্রাম দেখে পুলিশ সদস্যদের সন্দেহ হয়।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাছে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ড্রামসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এসআই মো. তারিকুজ্জামান তাকে ধাওয়া করে আটক করেন।
ড্রামটি তল্লাশি করে কালো ঢাকনাযুক্ত নীল রঙের সেই ড্রামের ভেতর থেকে পেস্ট রঙের পলিথিনে মোড়ানো ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “সমাজে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ ধ্বংসের পথে। মাদক নির্মূল করা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ। পুলিশ কমিশনারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এয়ারপোর্ট থানা পুলিশ।”
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।