Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

March 19, 2025 08:58:03 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, শৌলজলিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় স্থানীয় একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। মাদ্রাসার উন্নয়নের স্বার্থে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হন। তবে বর্তমানে তিনি ছারছিনা ছেলছেলার আদর্শে বিশ্বাসী এবং ছারছিনার বর্তমান গদিনশিন পীর সাহেবের নির্দেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ১৯ মার্চ ২০২৫ তারিখে পদত্যাগ করেন এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন না বলে জানান।

উল্লেখ্য, একসময় বিএনপির সাবেক এমপি শাহজাহান ওমরের (বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত) ঘনিষ্ঠ ছিলেন ছিদ্দিকুর রহমান ছিদ্দিক। বিএনপি ক্ষমতা হারানোর পর সুবিধাজনক সময়ে দল বদলে আওয়ামী লীগের সাবেক এমপি আমির হোসেন আমুর ঘনিষ্ঠ নেতাদের মাধ্যমে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদ পান। ক্ষমতাসীন দলে থেকেই রাজনৈতিক সুবিধা নেয়ার পর শেখ হাসিনা সরকার পতনের সাত মাসের মাথায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলেন তিনি।

ছিদ্দিকুর রহমান ছিদ্দিক কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন।