Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে কৃষি মেলা’২২ উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে কৃষি মেলা’২২ উদ্বোধন

August 03, 2022 06:58:18 AM  
ঝিনাইগাতীতে কৃষি মেলা’২২ উদ্বোধন

লোকমান হোসাইন:
শেরপুরের ঝিনাইগাতীতে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের কৃষি মেলায় থাকছে ১৬’টি স্টল। স্টলসমূহ প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, সিনিয়র শিক্ষক রোস্তম আলী প্রমুখ।

এরআগে কৃষি মেলার প্রধান ফটকে ফিতা কেটে মেলাটি উদ্বোধন করা হয়। বক্তব্য শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষ বিতরণ করেন অতিথিরা।