Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

July 25, 2022 06:39:43 AM  
ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝিনাইগাতী (শেরপুর ) সংবাদদাতা:
নিখোঁজের দুই দিন পর মিম (১৩) নামে এক কিশোরীর বস্তবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পূর্ব বাকাকুড়া গ্রামের আবু সাইদের বাড়ি সংলগ্ন পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরী একই ইউনিয়নের উত্তর বাকাকুড়া গুচ্ছ গ্রামের আব্দুল মোমিন এর মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিম কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। ৫ বোন ও তিন ভাইয়ের মধ্যে মিম সবার ছোট। গত শুক্রবার বিকাল থেকেই মিম নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাচ্ছিল না। ইতিপূর্বেও একাধিকবার মিম কাউকে না বলে নিখোঁজ হলে বিভিন্ন স্থান থেকে তাকে উদ্ধার করে আনা হয়। তাই মিমের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে কোন মিসিং ডায়েরী করা হয়নি বলে জানান নিহতের পরিবার। অবশেষে রবিবার দুপুরে কিশোরীর বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে আবু সাইদের বাড়ি সংলগ্ন পুকুরে বস্তাবন্দি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই ফরিদ উদ্দিন সঙ্গীয় পুলিশ নিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ দেখতে ছুটে আসে কিশোরীর আত্মীয় স্বজনরা। ঘটনাস্থলে এসে কিশোরী মিম এর সেজো বোন মৌসুমি (২০), বড় ভাবি লাইলী, বড় বোনের মেয়ে অনিকা (১১), ছোট ভাই মনির সহ লাশের মুখ দেখে পরিচয় সনাক্ত করে। খবর পেয়ে র‌্যাব-১৪ ছুটে আসে ঘটনাস্থলে। তবে মৃত্যেুর কারণ জানা যায়নি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে শেরপুর মর্গে প্রেরণ করা হচ্ছে। রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।