
লোকমান হোসাইন, ঝিনাইগাতী:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে শিকড়ের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ঝিনাইগাতী রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে শিকড়ের সভাপতি আব্দুল আওয়াল এর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী-চাল, ডাল, আটা, পিঁয়াজ, আলু ইত্যাদি বিতরণ করা হয়।
বন্যার্তদের পাশে থেকে ত্রাণ বিতরণ করেন, শিকড়ের সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, সমাজকল্যাণ সম্পাদক ডা. আব্দুল করিম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কার্যকরী সদস্য ও ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রোস্তম আলী, কার্যকরী সদস্য অভিনুর ইসলাম, মাসুম বিল্লাহ, শিক্ষক একে আজাদ মিয়া।
এসময় শিকড়ের অন্যান্য সদস্য, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।