Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / টঙ্গীতে ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন, থানায় লিখিত অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন, থানায় লিখিত অভিযোগ

February 22, 2025 06:27:22 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে ভূমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন, থানায় লিখিত অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী শহরের গুশুলিয়া মদিনা নগরে ভূমি দখল, হয়রানি এবং মিথ্যা মামলার প্রতিবাদে প্লট মালিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীর এশিয়া ফিলিং স্টেশনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীর শিকদার, হক মিয়া, সুজন এবং মাহবুব মাস্টার গ্যাং দীর্ঘদিন ধরে এহসান সিটির জমি দখল, স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন ও তাদের হয়রানি করে আসছে। বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এহসান সিটি প্লট মালিক সমিতির সভাপতি মাওলানা জুনায়েদ আলী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, অধ্যাপক আহসানুল আলম, মুফতি নূর মুহাম্মদ, মুফতি নূরুন নবী, আলী আকবর, মাওলানা নজীর আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হারুনুর রশীদ, ড. মাওলানা খলিলুর রহমান এবং আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায়, বিশেষত টঙ্গী, সাতাইশ, গুশুলিয়া এবং আশপাশের অঞ্চলে ভূমিদস্যুতার ঘটনা বেড়ে গেছে। একাধিক গোষ্ঠী এলাকাটি দখলে নিয়ে প্রভাব বিস্তার করে চলছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. ইসকান্দার হাবিবুর রহমান জানান, “থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”