Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে এ.আই.টিদের ৭ দফা দাবিতে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে এ.আই.টিদের ৭ দফা দাবিতে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত

March 19, 2025 09:08:46 PM   উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এ.আই.টিদের ৭ দফা দাবিতে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে এ.আই.টিদের (কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান) ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ঠাকুরগাঁও জেলা শহরের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ প্রাণিসম্পদ এ.আই. টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তম দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও শাখার সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সাহেদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সেলিম বাদশা, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. অহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদসহ সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা।

বক্তারা অভিযোগ করেন, ২৫ বছর ধরে বিনা বেতনে কাজ করে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা সরকারিভাবে সম্মানিত ভাতা প্রদান ও জাতীয়করণের দাবি জানান। পাশাপাশি অন্যায়ভাবে ছাঁটাই বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তারা হুঁশিয়ারি দেন, আসন্ন ঈদের মধ্যে দাবি না মানা হলে, তারা এক দফা কর্মসূচি দিতে বাধ্য হবেন।