Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুল আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুল আটক

August 01, 2023 09:45:33 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিনুল আটক

সোহেল রানা:
ঠাকুরগাঁওয়ে শুখান পুখুরী ইউনিয়নের আমিনুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে সদর উপজেলার তুরুকপথা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমিনুল ইসলাম ভূল্লী থানাস্থ শুখানপুখুরী ইউনিয়নের শুখানপুখুরী গ্রামের আশরাফ আলী সরকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্ণে অধিদপ্তর ঠাকুরগাঁও সহকারী পরিচালক সৌমিক রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সদর উপজেলার শুখানপুখুরী গ্রামের আশরাফ আলী সরকারের ছেলে আমিনুল ইসলাম তার নিজ বাড়ীতে ১৮ বোতল বিলাতিমদ, ২১০ পিস ইয়াবা ও ৮০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৬ হাজার টাকা।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, ১৮ বোতল বিলাতিমদ, ২১০ পিস ইয়াবা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ আটককৃত মাদক ব‍্যবসায়ী আমিনুল ইসলামে বিরুদ্ধে ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮  এর ৩৬(১) সারনির (ক) ১০ (গ) ২৪ (খ) এবং ২৬ আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করা হয়েছে।