
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে তুলসি নামে এক ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে । গত ১৭ মার্চ রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, অভিযক্তু তুলসি গৃহবধূকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলো। গত ১৭ মার্চ রাতে বাসায় একা পেয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে। তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে তিনার শ্বশুর শ্বাশুড়িসহ আশপাশের লোকজন চলে আসে এবং অভিযুক্ত তুলসিকে হাতেনাতে ধরে ফেলে। এ খবর শুনে সে সময় সেখানে জনপ্রতিনিধিসহ স্থানীয় কিছু ব্যক্তি। তারা বিষয়টা ঘরোয়াভাবে বসে সমাধান করবে বলে সেখান থেকে তুলসিকে বাড়িতে পাঠিয়ে দেন।
গৃহবধূর শ্বশুর জানায়, পরের দিন বসার কথা থাকলেও নানা অজুহাতে ডেট পিছাতে থাকে। এক সময় তারা আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বিষয়টা সমাধান করতে চান। এতে আমি রাজি না হলে আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গৃহবধূ ভূল্লী থানায় অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতার আকুতি জানিয়েছেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, উক্ত ঘটনার এজাহার সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।