Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

September 03, 2024 07:10:22 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যমের কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩:৩০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুল লতিফ লিটু প্রমুখ।

বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যমের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানান এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।