Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

April 02, 2024 07:35:48 PM   জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ৫নং বালিয়া ইউনিয়নের ৮ বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রিপন ইসলাম (৩৫) কে গ্রেফতার করে ভূল্লী থানা পুলিশ। সোমাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  এসআই মোঃ রাশেদ মিলন  ও এ এস আই মো. মাসুদ রানা  অভিযান চালিয়ে ঠাকুরগাঁও  সদর  উপজেলার ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের শেষ সীমানা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন ইসলাম ৫ নং বালিয়া ইউনিয়নের  মো. রুহুল আমিন (বাচ্চু মিয়া) ছেলে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. দুলাল উদ্দিন জানান, আসামি দীর্ঘ দিন থেকে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্সকে সেখানে পাঠাই এবং তারা অতি দক্ষতার সাথে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।