Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ডেমরা হতে জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডেমরা হতে জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

February 09, 2023 08:58:21 PM   নিজস্ব প্রতিবেদক
ডেমরা হতে জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর ডেমরা এলাকা হতে জাল সনদ ও জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার করা হয়েছে। বুধবার র‌্যাব-১০ এর একটি দল ডেমরা থানাধীন ফার্মেরমোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম  মোঃ রেজাউল করিম (৩০)।

র‌্যাব-১০ জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকরে আসছিল। এসময় তার নিকট থেকে ১৬টি জাল সার্টিফিকেট, ০১টি হার্ডডিক্সসহ সিপিইউ, ০১টি মনিটর, ০১টি কালার প্রিন্টার, ০১টি কী-বোর্ড, ০১টি মাউস ও ০৫টি বিভিন্ন প্রকার ক্যাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল র‌্যাবকে জানায়, সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।