
ঢাকা থেকে অপহৃত এক নাবালিকা কিশোরীকে মুক্তাগাছা উপজেলা থেকে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে অপহৃত কিশোরী সুমাইয়া আক্তার কুসুমকে (১৫) জেলা এনএসআই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে মানকোন ইউনিয়নের নগধারালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
১১ এপ্রিল ২০২৫ তারিখে সাদেক খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর এলাকা থেকে মুক্তাগাছার গফুর মিয়ার ছেলে রবিন মিয়া ফরিদপুর জেলার সদরপুর উপজেলার রাজারচর বেপারীকান্দি এলাকার সুবাহান বেপারী ও সুমি বেগমের মেয়ে সুমাইয়া আক্তার কুসুমকে অপহরণ করে। উদ্ধারের পর কিশোরীকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অপহরণকারী রবিন মিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে।