Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনী দখল করে ব্যবসা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনী দখল করে ব্যবসা!

October 15, 2022 05:39:47 AM  
ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনী দখল করে ব্যবসা!

হবিগঞ্জ সংবাদদাতা:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে শুরু করে শেরপুর পর্যন্ত যাত্রী ছাউনিগুলো দখল হয়ে গেছে। এসব যাত্রী ছাউনিতে দোকানপাট করার ফলে যাত্রী ছাউনিগুলোর কোনো অস্তিত্ব নেই।

সরেজমিনে দেখা গেছে প্রায় সব কয়টি যাত্রী ছাউনী অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণির ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা রোডের এক যাত্রী ছাউনীর ব্যবসায়ী আলমগীরকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা ভাড়া দিয়ে এখানে ব্যবসা করি। কাকে ভাড়া দেন এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেন নি তিনি। একই ছাউনীর অন্য ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে তিনিও এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন নি।

ঢাকাগামী কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসা করলে তারা বলেন, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। আমাদের যাত্রী ছাউনীর ভিতরে প্রবেশ করতে দেয়নি ব্যবসায়ীরা। যাত্রী ছাউনির একদিকে বাস কাউন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরা দখল করে রেখেছে।

এ বিষয়ে হবিগঞ্জ সড়ক বিভাগীয় কর্মকর্তা কাজী নজরুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী হবিগঞ্জ ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খুব শীগ্রই আমরা সকল অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান শুরু করব।

সাধারণ যাত্রীরা জানান, সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাকা সিলেট মহাসড়কে অনেক যাত্রীছাউনীগুলো নির্মাণ করেছে যাত্রীদের সেবা প্রদানের জন্য। কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধভাবে ওইগুলি দখল করে রেখেছে। তাই কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি, ওই সকল ব্যবসায়ীদের এখান থেকে উচ্ছেদ করে যাত্রী ছাউনী উন্মুক্ত করার জন্য।