থাইল্যান্ডের রাজপরিবারে নেমেছে শোকের ছায়া। দেশটির সাবেক রানি এবং রাজা মাহা ভাজিরালংকর্নের মা, রানি সিরিকিত আর নেই। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। এই রাজদম্পতির জীবনের ছয় দশকেরও বেশি সময় কেটেছে একসঙ্গে। রাজা ভূমিবল ২০১৬ সালে মৃত্যুবরণ করেন, এরপর থেকেই রানি সিরিকিত ধীরে ধীরে জনজীবন থেকে সরে যান।
রাজার নির্দেশে ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে রানির মরদেহ শায়িত রাখা হবে, যাতে দেশবাসী শেষ শ্রদ্ধা জানাতে পারেন। রাজপরিবারের পক্ষ থেকে এক বছরের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং রানি সিরিকিতের মৃত্যুতে তিনি আসন্ন আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে (মালয়েশিয়া) তাঁর রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।
রানি সিরিকিতকে থাইল্যান্ডে শুধু রাজপরিবারের সদস্য হিসেবেই নয়, বরং জনদরদী ও দাতব্য কার্যক্রমে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়। তাঁর মৃত্যু থাই জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত হয়ে এসেছে।