Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দক্ষিণ কেরাণীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত টেক্কা গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ কেরাণীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত টেক্কা গ্রেফতার

July 14, 2023 07:03:07 PM   নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কেরাণীগঞ্জে ৭ বছরের সাজাপ্রাপ্ত টেক্কা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফ @ টেক্কা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার  দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২টি মাদক মামলায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া আদর্শনগরের আক্কাস আলীর ছেলে হানিফ ওরফে টেক্কা গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক ০১টি মামলায় ০৫ বছর ও অপর ০১টি মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত। সাজার বিষয়টি জানার পর থেকে সে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসমিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।