
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দলাল চক্রের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ০১ জনকে জরিমানা করা হয়েছে।
রবিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ী, দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা অফিস এলাকায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে।
এসময় উক্ত ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার হয়রানি ও প্রতারণা করার অপরাধে দালাল চক্রের ১৫ জনকে আটক করে। আটক ওবাইদুইল (৩৮), পলাশ (৪০), ইব্রাহিম (৩২), মোঃ রিপন (২৪), রওশন (৪৮), দিলদার (৫৮), শ্রী গবীন্দ (৩৫), মোঃ হবিবুর (৩৩), লিটন (৩৮) ও জাহিদুল (৩৪) নামের ১০ জনকে ১৫দিন করে এবং মোঃ নাসির(৫৪), মনির (২৮), ফয়সাল (৩৮) ও হাসমত (৪০) নামের ০৪ জনকে ৩০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও জাকারিয়া নামের এক জনের নিকট হতে ২০০ টাকা জরিমানা আদায় করেন।
কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদেশক্রমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু দালালরা দক্ষিন কেরাণীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সাধারন মানুষকে নানাভাবে হয়রানিসহ বিভিন্ন প্রকার প্রতারণার মাধ্যমে তাদের নিকট হতে অর্থ হাতিয়ে আসছিল।