
দিনাজপুরের বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে জয়নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী একটি ট্রাকের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। ভ্যানটি চুরমার হয়ে যায়। আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিকে ঘটনাস্থলে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।