
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তাহেরগঞ্জ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাহাজুল ইসলাম (৫৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত সাহাজুল ইসলাম নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাহেরগঞ্জ বাজারের নিরঞ্জনের দোকানে খাবার খাওয়ার সময় মো. রনি মিয়া (৩৫), তার স্ত্রী ও ছেলে সাহাজুল ইসলামের কাছে পাওনা টাকা দাবি করেন। এ সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে রনি মিয়া দৌড়ে গিয়ে ধারালো ছোরা ও লোহার পাইপ নিয়ে সাহাজুল ইসলাম ও তার দুই ছেলের ওপর এলোপাতাড়ি হামলা চালান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহাজুল ইসলাম ও তার ছেলেদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় জনতা হামলাকারী রনি মিয়াকে আটক করে মারধর করেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে পুলিশ হেফাজতে নেয়।
নিহত সাহাজুল ইসলামের ছেলে এসএম শিবলী সাদিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।