চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় প্রাইভেটকারে করে গরু চুরি করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মৃদুল নন্দী সকালে বাড়ির পাশে গরুটি বেঁধে রেখে কাজে যান। দুপুর পর্যন্ত গরুটি সেখানে ছিল বলে তিনি নিজেও দেখেছেন। তবে দুপুরের পর হঠাৎ এক স্কুলছাত্র এসে জানান—একজনকে প্রাইভেটকারে গরু তুলতে দেখেছে সে। জিজ্ঞেস করলে ওই ব্যক্তি গরুটি কিনে নিয়েছে বলে জানায়। বিষয়টি শুনে মৃদুল নন্দী ছুটে গিয়ে দেখেন, গরুটি আর নেই—শুধু বাছুরটি পড়ে আছে।
গরুটির মূল্য প্রায় এক লাখ টাকা উল্লেখ করে মৃদুল নন্দী বলেন, “আমি গরিব মানুষ, এই গরুটিই আমার মূল সম্পদ ছিল। চোরেরা আমার সব নিয়ে গেল, এখন নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, সম্প্রতি মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে গেছে। চোরচক্রকে ধরতে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, প্রাইভেটকারে করে গরু চুরির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।