Date: May 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / দেবিদ্বারে ভ্যানচালককে চোখ উপড়ে হত্যার প্রধান আসামি রাছেল গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেবিদ্বারে ভ্যানচালককে চোখ উপড়ে হত্যার প্রধান আসামি রাছেল গ্রেফতার

May 18, 2025 11:52:49 AM   অনলাইন ডেস্ক
দেবিদ্বারে ভ্যানচালককে চোখ উপড়ে হত্যার প্রধান আসামি রাছেল গ্রেফতার

র‍্যাব-৮ ও ১১ এর যৌথ অভিযানে কুমিল্লার দেবিদ্বারে ভ্যানচালক মো. শফিউল্লাহ (৪৩) কে চোখ উপড়ে হত্যার প্রধান আসামি মো. রাছেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ মে দেবিদ্বার থানার ত্রিবিদ্যা গ্রামে মো. শফিউল্লাহকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬, তারিখ-০৭/০৫/২৫)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি রাছেল হোসেনের সাথে নিহত শফিউল্লাহর দীর্ঘদিনের পরিচয় ছিল এবং রাছেল তার কাছ থেকে ৪৫,০০০ টাকা ধার নিয়েছিল। পরবর্তীতে পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে, রাছেল টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। বিষয়টি স্থানীয় সালিশে মীমাংসার প্রস্তাব করা হলে রাছেল টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয়।

ঘটনার দিন, ৫ মে বিকালে রাছেল শফিউল্লাহকে টাকা ফেরত দেওয়ার কথা বলে পরের দিন তার ভাড়াকৃত গ্যারেজে যেতে বলে। ৬ মে দুপুরে শফিউল্লাহ সেখানে গেলে রাছেল পূর্ব পরিকল্পিতভাবে শাবল দিয়ে তার মাথা ও বুকে আঘাত করে। এতে শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়লে, রাছেল ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে তার চোখ উপড়ে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই আসামি রাছেল আত্মগোপনে ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ ও ১১ এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মে রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার নগরের হাট এলাকায় অভিযান চালিয়ে রাছেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাছেল দেবিদ্বার থানার আন্দিরপাড় গ্রামের মো. কিরণের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাছেল হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।