Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দুমকিতে ছাত্র অধিকার পরিষদের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুমকিতে ছাত্র অধিকার পরিষদের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

February 17, 2025 08:00:06 PM   উপজেলা প্রতিনিধি
দুমকিতে ছাত্র অধিকার পরিষদের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দুমকি প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলার দুমকিতেও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় পটুয়াখালীর দুমকির গণ অধিকার পরিষদ কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, দুমকি উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা 'শিক্ষা, অধিকার, প্রগতি' স্লোগানকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্র অধিকার পরিষদের সদস্যরা তাদের ঐক্যবদ্ধ প্রয়াসে গণ অধিকার আন্দোলনকে আরও বেগবান করতে নিজেদের ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এ উপলক্ষে নেতারা ছাত্রদের অধিকার এবং দেশের সামগ্রিক উন্নয়নে ছাত্র অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।