
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে একটি মাঠ থেকে বিজিবির সদস্যরা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি সোনার বার উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানানো হয়।
এর আগে বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপি সীমান্তের এলাকা দিয়ে সোনার একটি চালান পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানে অবস্থান নেন।
সকাল পৌনে ১০টার সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট মাঠের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা মাঠের মধ্যে থেকে কুড়িয়ে সোনার বারগুলো উদ্ধার করেন।
উদ্ধারকৃত সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৬৪ গ্রাম প্রতি বার, মোট ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন এবং জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।