Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

May 18, 2023 08:10:19 PM   উপজেলা প্রতিনিধি
দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আব্দুল আলীম সাচ্চু:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

এতে বক্তব্যে রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠিত এসভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে উপস্থিত বক্তারা আলোচনা করেন।