Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে ওয়ান শুটার গানসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে ওয়ান শুটার গানসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

April 15, 2025 06:37:40 PM   অনলাইন ডেস্ক
দৌলতপুরে ওয়ান শুটার গানসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইনস্পেক্টর শেখ আওয়াল কবির ও এসআই (নিঃ) ইসরাফিল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেয়া তথ্য অনুযায়ী, বাড়ির সিঁড়ির নিচে বস্তার মধ্যে শপিং ব্যাগে রুমালে মোড়ানো অবস্থায় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম জাহিদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং মরিচা ইউনিয়নে দলীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।

এ বিষয়ে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যান জাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।