Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা

May 04, 2023 04:12:41 PM   উপজেলা প্রতিনিধি
দৌলতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা

আব্দুল আলীম সাচ্চু:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা। মঙ্গলবার দুপুরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জুলমত হোসেন জানান, আগুনে মোশারফ নামের এক কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে। কৃষকের জমিতে আগুন দেওয়ার খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনার বিস্তারিত অবগত করেছি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উদয়নগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মোশারফ হোসেন জানান, আমার পাশের জমিতে মালিপাড়া গ্রামের হারুন খানের ছেলে এনামুলের ভুট্টা ক্ষেত ছিলো। তাদের ভুট্টা তুলে নেওয়ার পর ভুট্টার শুকনা গাছ পড়ে ছিলো, সেটাতে তারা আগুন দেয়। একই দিনই আমার জমির ভুট্টা পুড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কৃষক মোশারফ বলেন, এনামুলের সাথে কিছুদিন আগে আমার ছেলের কথাকাটাকাটি হয়, সেই কারণেও এই ঘটনা ঘটানো হতে পারে বলে আমি ধারণা করছি। ভুক্তভোগী কৃষক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত এনামুলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা সম্পূর্ণ অভিযান অস্বীকার করেন।