Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে বিদেশী পিস্তুলসহ ১২ মামলার আসামি মনোজ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে বিদেশী পিস্তুলসহ ১২ মামলার আসামি মনোজ গ্রেফতার

May 31, 2023 07:23:57 PM   দেশজুড়ে ডেস্ক
দৌলতপুরে বিদেশী পিস্তুলসহ ১২ মামলার আসামি মনোজ গ্রেফতার

আব্দুল আলীম সাচ্চু:
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১ টি মেগজিনসহ ১২ মামলার আসামি মনোজকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকাল ১০টার সময় প্রেস কনফারেন্স এর মাধ্যমে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বিষয়টি জানান।

তিনি জানান, দৌলতপুর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা সঙ্গীয় অফিসার এস আই সাব্বির ও কনস্টেবল জামিরুল ও সকিল কে নিয়ে ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন সময়ে রাত অনুমানিক ৩ টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে একটি নির্জন জায়গায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খায়রুল আলম কুষ্টিয়ার নির্দেশে ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান এর দিক নির্দেশনায় তারাগুনিয়া পল্লী বিদুৎ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশের ডাক চিৎকারে এলাকাবাসী সেখানে উপস্থিত হয়। সে সময় পুলিশ মনোজ কে আটক করতে সক্ষম হয়।

এলাকাবাসীর উপস্থিতিতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে গোজাঁ অবস্থায় একটি বিদেশি পিস্তল যাহার ম্যাগ্যাজিনে ২ রাউন্ড গুলি ভর্তি করা অবস্থায় পাওয়া যায়। সে সময় আটককৃত ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করেন। সে উপজেলার জয়রামপুর গ্রামের মৃত নিপুন মোল্লার ছেলে মনোজ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ আরো বলেন, মনজের নামে দৌলতপুর থানায় মাদক, বিষ্ফরক ও নাশকতা সহ মোট ১২ টি মামলা আছে।