Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নগরকান্দায় মৎস্যজীবী লীগের প্রতিবাদ সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নগরকান্দায় মৎস্যজীবী লীগের প্রতিবাদ সমাবেশ

October 30, 2023 08:49:20 PM   দেশজুড়ে ডেস্ক
দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নগরকান্দায় মৎস্যজীবী লীগের প্রতিবাদ সমাবেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকান্ড নৈরাজ্য ও অনৈতিক সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। ফরিদপুর -২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া-রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহানের নির্দেশনায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ উপলক্ষে সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে জড়ো হয়। এরপর নেতা কর্মীরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন,নগরকান্দা উপজেলা যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎসজীবী লীগ নেতা শেখ জাহিদ,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী তানভীর আহমেদ আনিস, মৎস্যজীবী লীগ নেতা হেলাল উদ্দিন, হাফিজুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতাল মানি না, মানব না, আর নয় বাসে আগুন, আর নয় মানুষ হত্যা প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সমর্থিতরা। বক্তারা আরও বলেন, বিএনপি -জামায়াতের সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ও আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠন প্রতিহত করতে মাঠে থাকবে।