Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দেশেরপত্র পত্রিকায় অগ্নিসংযোগের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশেরপত্র পত্রিকায় অগ্নিসংযোগের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

April 03, 2025 06:14:27 PM   অনলাইন ডেস্ক
দেশেরপত্র পত্রিকায় অগ্নিসংযোগের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকায় অগ্নিসংযোগ এবং বিক্রয় প্রতিনিধিদের হেনস্থা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারসহ চার দফা দাবি পেশ করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) নরসিংদী প্রেসক্লাবে পত্রিকাটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক দেশেরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আরিফ উদ্দীন।

তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক দেশেরপত্র পত্রিকা “মানবতার কল্যাণে সত্যের প্রকাশ” এ স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অপরাজনীতি, নারী নির্যাতন ইত্যাদি যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত ১ এপ্রিল ২০২৫ ইং নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় দৈনিক দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধিগণ পত্রিকা কপি স্থানীয় থানায় সৌজন্য দেওয়ার উদ্দেশ্যে বের হন। বিক্রয় প্রতিনিধিগণ থানার নিকটস্থ পাইলট স্কুলের সামনে পৌঁছালে শিবপুর উপজেলার ইমাম পরিষদের নেতা এরশাদ উল্লাহ ও আকরাম হোসেনসহ ১৫/২০ জন তার পথরোধ করে এবং তাদের পত্রিকা বিক্রিতে বাধা প্রদান করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে বলে “শিবপুরে এ পত্রিকা বিক্রি নিষিদ্ধ এবং এখানে কোনো ধরনের কাজ করতে পারবি না। যদি এ এলাকায় কোনো কার্যক্রম চালানো হয় তাহলে প্রাণে মেরে ফেলবো।”

ঘটনার সময় মাসুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্রয় প্রতিনিধি বিষয়টি তাকে অবগত করেন। তিনি অভিযুক্তদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং তাদের চলে যেতে বলেন; তিনি চলে যান। তিনি চোখের আড়াল হলে উগ্রবাদীরা জোরপূর্বক তাদের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নেয় এবং জনসম্মুখে পত্রিকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তিনি বলেন, এসময় উগ্রবাদীরা হুমকি দিয়ে বলে, “সাবধানে থাকিস, যেকোনো দিন তরে উঠাইয়া লইয়া আমু।” এই ঘটনার পর স্থানীয় অন্যান্য বিক্রয় প্রতিনিধিদের বাসা-বাড়িতে, ব্যবসা-প্রতিষ্ঠানে, হামলা ও ভাংচুরের আশঙ্কা করছি।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ৪ দফা দাবি পেশ করা হয় সংবাদ সম্মেলন থেকে। দাবিগুলো হল-
১. অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
২. দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধিদের জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. নরসিংদী জেলার গণমাধ্যমের ব্যাপারে জেলা ও থানা প্রশাসন থেকে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে।
৪. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন দেশেরপত্রের স্টাফ রিপোর্টার গোলজার হোসেন, জেলা প্রতিনিধি রেজাউল করিম, সার্কুলেশন ম্যানেজার মো. ফারুক মিয়া, বিক্রয় প্রতিনিধি গাজী শাহীদুল হাসান আইয়ুবী প্রমুখ।