Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দেশ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

October 13, 2024 02:07:22 PM   অনলাইন ডেস্ক
দেশ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশকে সুখ-সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, “সব ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ। আমরা সবাই বাংলাদেশি এবং এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই।”

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের সংস্কৃতিতে বিদ্যমান অসাম্প্রদায়িক চেতনা এবং পারস্পরিক ঐক্য আমাদের একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গঠনে সাহায্য করবে। রাষ্ট্রপতি বলেন, “বর্তমান বিশ্বে যুদ্ধ-বিগ্রহ পরিস্থিতির কারণে মানবতা বিপর্যস্ত। আমাদের উচিত সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো।”

রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “দুর্গাপূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবও। এ উৎসবের সাথে মিশে আছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।”

রাষ্ট্রপতি বলেন, “পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার।” তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান যাতে সমাজের অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিনীসহ বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় শেষে অনুষ্ঠানের সমাপ্তি করেন।