Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দৌলতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৌলতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

June 29, 2022 04:43:16 AM  
দৌলতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গত সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম রুমে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বহী কর্মকর্তা আব্দুল জব্বার এর সভাপতিত্বে দৌলতপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে কর্মশালায় সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়া।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাকি, সেলিম চৌধুরী, সাংবাদিক রনি আহমেদ, সাইদুর রহমান, আছানুল হক, শাহিন রেজা, পিপলস ডিগ্রী কলেজ সহকারী অধ্যক্ষ আজমল হোসেন,দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান।

চেয়ারম্যান বৃন্দ বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন কারন বেড়াতে সফল খেলে সে ফসল নষ্ট হবেই। তাই বর্তমানে দৌলতপুরে মাদকের অবস্থা খুব ভয়াবহ। আমরা খুব ভয়ে আছি না জানি আমার সন্তান কখন মাদকে আসক্ত হয়ে যায়।

সাংবাদিক বৃন্দ বক্তব্যে উল্লেখ করেন, বিগত বছরের চেয়ে বর্তমানে মাদক ব্যবসা বেশি পরিচালিত হচ্ছে দৌলতপুরে। আগের মত তেমন চোখে পড়ে না থানা পুলিশের মাদক উদ্ধার বা উপজেলা প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। তাই আমরা চাই দৌলতপুর বাচাতে মাদকের ব্যবসা নই। মাদক নিয়ন্ত্রণ করতে সকলে এক সাথে কাজ করতে।

শিক্ষকবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন, মাদক নিয়ন্ত্রণে শিক্ষক দের অবস্থা বর্তমান সমাজের ইমামদের মত। মাদক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে ইউনিয়ন চেয়ারম্যান ও তার ১২ জন মেম্বার। বর্তমানে মাদকে ছেয়ে গেছে দৌলতপুর আমাদের বিদ্যালয়ের পাশে একটি বড় মাদক স্পর্ট প্রশাসনকে বার বার জানানোর পরে ও কোন ব্যবস্থা হয় নাই। আবার এক পুলিশ বস্তা ভরে ফেন্সিডিল ধরলো জমা হল পাঁচ বতল বাকি গুলো গেলো কোথায়। তাই আমাদের মাদক নিয়ন্ত্রণ করতে হলে সকলকে সঠিক ভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার মাদক নিয়ন্ত্রণে এক সাথে কাজ করার আহ্বান করেন।