Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী

November 12, 2024 10:46:22 AM   অনলাইন ডেস্ক
দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনে ধাক্কা, প্রাণ হারালেন দুই বাইক আরোহী

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢালাই মিক্সার মেশিনে ধাক্কা খেয়ে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) এবং হরিণা গ্রামের মুদি ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে সৌরভ আলী (৩৫)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন জানান, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। দুই আরোহী রতনকান্দি থেকে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার মেশিনে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে যায়, ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। অপর আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।