Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

March 03, 2023 08:57:37 PM   স্টাফ রিপোর্টার
ধামরাইয়ে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাইচাইল গ্রামে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ধান ক্ষেতে  কাজ করার জন্য গ্রামের লোক জন ওই ক্ষেতটির পাশ দিয়ে যাওয়ার সময় ওই মৃত ব্যাক্তিটিকে দেখতে পায়। পরে তারা পুলিশকে অবগত করলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

ধামরাই থানার পুলিশ ইনচার্জ মো. আতিকুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মো. আসলাম হোসেন লিটন (৩০) ধামরাই এর গাংগুটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর কাওয়ালী পাড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

পরিবারের লোকজন জানায়, গত বুধবার বিকেল বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে  ফিরে আসেনি। এমন কী কোন প্রকার যোগাযোগও হয়নি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও কোন সন্ধান পাওয়া যায় নি।