
জাবি প্রতিনিধি:
মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ সারাদেশে সংঘটিত ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
রোববার (৯ মার্চ) রাত পৌনে দুইটায় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে মিছিল বের করেন। তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাত পৌনে তিনটায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে শিক্ষার্থীদের ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তুমি কে-আমি কে, আছিয়া-আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বড় উদাহরণ।”
তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলব।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। পরশু মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে, গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকেও নির্মম নির্যাতন করা হয়েছে। এসব ঘটনার দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় সরকারকে নিতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ নতুন করে আন্দোলন গড়ে তুলবে।”