Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

March 10, 2025 04:23:59 PM   অনলাইন ডেস্ক
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন

কুবি প্রতিনিধি:

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা 'তুমি কে, আমি কে—আছিয়া আছিয়া', 'রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে'—ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল বলেন, "আমরা শুধু আছিয়ার বিচারের জন্য নয়, এ পর্যন্ত ঘটে যাওয়া সকল ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। কুবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দ্রুত বিচার নিশ্চিত করুন। যদি তা করতে না পারেন, তবে ক্ষমতা ছেড়ে দিন, আমরা যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসাবো।"

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, "আছিয়াসহ সকল ধর্ষিতার বিচারের দাবিতে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ধরে রেখে নির্বাচন না দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলতে চাই, সুষ্ঠু তদন্ত করে ১৫ দিনের মধ্যে আছিয়া ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।"

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "এ পর্যন্ত ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় কোনো সুষ্ঠু বিচার হয়নি, যার ফলে এসব ঘটনা বারবার ঘটছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার দ্রুততম সময়ে বিচার দাবি করছি।"