
দেশেরপত্র সংবাদদাতা:
রাজধানীর কদমতলী এলাকা হতে ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল কদমতলী থানাধীন জুরাইন মুরাদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার একটি ধর্ষণ মামলার ০১নং পলাতক আসামি ধর্ষক মিঠু শেখ (৪০)’কে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-১০ সূত্র।