Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ঢাকা উত্তর যুব মহিলা লীগের কর্মী সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধামরাইয়ে ঢাকা উত্তর যুব মহিলা লীগের কর্মী সম্মেলন

October 01, 2022 07:44:54 AM  
ধামরাইয়ে ঢাকা উত্তর যুব মহিলা লীগের কর্মী সম্মেলন

ঢাকা উত্তর প্রতিনিধি:
ধামরাই উপজেলায় ঢাকা উত্তরের যুব মহিলা লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ধামরাই উপজেলা অডিটোরিয়াম হল রুম মিলন আয়তনে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের  উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভেনিজির আহমদ সংসদ সদস্য ঢাকা ২০।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যান মহাদ্দেস হোসেনের, যুগ্ন সাধারন সম্পাদক শাহনাজ পারভীন ডলি  বাংলাদেশ যুব মহিলা লীগ, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি  বাংলাদেশ যুব মহিলা লীগ, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী বাংলাদেশ যুব মহিলা লীগ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক সোহানা জেসমিন মুক্তা, সহ-সভাপতি মাকসুদা আক্তার আলো সহ ইউনিয়ন, উপজেলার যুব মহিলা লীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একই সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। আসছে নির্বাচনে নির্বাচনে আমরা সকলে মাঠে থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠে ময়দানে কাজ করে আমরা আবারো নৌকাকে বিজয় করব।