Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার

July 05, 2022 11:35:12 PM  
ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৫ হাজার পরিবার

দাউদুল ইসলাম নয়ন:
ধামরাইয়ের ১৬টি ইউনিয়নে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলো ৫ হাজার  পরিবার। গতকাল বিকেলে ধামরাই পৌরসভায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার‌ বিতরণ অনুষ্ঠানে ধামরাই পৌর মেয়র গোলাম কবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ডাক্তার এনামুর রহমান এমপি ।

পরে বিকেল ৫ ঘটিকায় সোমভাগ ইউনিয়ন পরিষদে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমভাগ  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত  চেয়ারম্যান  এবং ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আওলাদ হোসেন।

অনুষ্ঠানের উদ্ধোধন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ‌ এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুযোর্গ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।‌

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউনিয়ন এর চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ওসি আতিকুর রহমান ধামরাই থানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোমভাগ ইউনিয়ন পরিষদ আনোয়ার বিএসসি, সাবেক সভাপতি সোমভাগ ইউনিয়ন  ছাত্র লীগ ইসমাইল হোসেন প্রমুখ।