
ধামরাই সংবাদদাতা:
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার ধামরাই উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
দিবসটি উপলক্ষে সকাল ১১ ঘটিকায় মুন্নু এন্ড সন্স কমিনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এমএ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোসাদ্দেছ হোসেন, উপজেলার ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে রাজনৈতিক যাত্রা শুরু করে। এরপর অসম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকার ঘটাতে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ বাংলাদেশ গণসংঘ। বর্তমানে এই রাজনীতিক দল গণতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন দল। প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলের রয়েছে উত্থানের ইতিহাস। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেন এ রাজনীতিক দল এর ঐতিহাসিক নেতৃত্বে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের স্বাধীনতার মাধ্যমে আজকে বাঙালি জাতির স্বাধীনতার সুফল ভোগ করছে। বর্তমানে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে এ রাজনীতিক দল।