
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের বিজনেস কেস প্রতিযোগিতা 'বিজকেস-২০২৫' সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম জনি, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাসুদুর রহমান এবং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইবনুল হায়দার নকিব।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিজমইয়ারপি’র প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ এফ. হাসান রাসেল, ডিভাইন আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, ট্রেন্ডস বার্ড লিমিটেডের সিইও তানজিল আবেদীন, এবং এস আর ড্রিম আইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও টেকনিকাল টিম ডিরেক্টর রায়হান ইসলাম।
এছাড়াও ক্লাবের সাবেক জেনারেল সেক্রেটারি মনিরুল ইসলাম মনি, সাবেক সভাপতি সোহেল সাদমান ইসলাম, লুৎফুল নাসিফ পুলকসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায়। ২০২২ সালে পুনরায় এটি আয়োজনের মধ্য দিয়ে যাত্রা অব্যাহত থাকে। এবারের আয়োজন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ক্লাবের বর্তমান সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক মো. ফুয়াদ মোস্তাকিমের নেতৃত্বে।
সারা দেশ থেকে ৫৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ২৭০টির অধিক টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়। তিনটি রাউন্ডের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।