Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি উদ্ধার

April 18, 2023 11:00:03 PM   দেশজুড়ে ডেস্ক
নাটোরে তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার থেকে ২ টি বন্দুক, ১ টি রাইফেল ও ১ টি তুর্কি শটগানসহ ১২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়ামের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

এ সময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান,গতকাল রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া চর থেকে বিলমাড়িয়া স্টেডিয়ামের দিকে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় পুলিশের চেকপোস্ট মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে অজ্ঞাতনামা তিনজন একটি আরটিআর মোটরসাইকেল, অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে।

পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো কোন অস্ত্র ব্যবসায়ী কিংবা কোন সন্ত্রাসী দলের হতে পারে। তবে যারাই হোক এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।