
নাটোর প্রতিনিধি:
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরিচালক মনোনয়নে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছে স্থানীয় সুশীল ও সচেতন নাগরিক সমাজ। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বড়াইগ্রামের বনপাড়ায় সমিতির সদর দপ্তরে সমিতির জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকারের সঙ্গে সাক্ষাৎ করে পরিচালকদের মনোনয়ন বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণের দাবি জানান।
এতে অংশ নেন স্থানীয় সুশীল ও সচেতন নাগরিক সমাজের ২১ জন প্রতিনিধি। পরে এক প্রতিক্রিয়ায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নাগরিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা জামান মাসুদ লিটু জানান, নির্ধারিত সময়ে আবেদন করতে গেলে তাকে জানানো হয় যে সার্ভার বন্ধ রয়েছে, ফলে আবেদন নেওয়া সম্ভব নয়। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, জোর করে আবেদন জমা দিলেও তাকে কোন নিয়মে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নাটোর জেলা সভাপতি ও সিনিয়র সাংবাদিক অমর ডি কস্তা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় কোনো সার্কুলার দেওয়া হয়নি, বরং ঘরোয়া বৈঠকের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় সমাজের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিদের মনোনীত করা প্রয়োজন।
পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জিএম-এর সহযোগিতায় নিজের শ্যালক, বন্ধু ও সহকর্মীদের দিয়ে আবেদন করিয়েছেন এবং নিয়মবহির্ভূতভাবে বড়াইগ্রাম অঞ্চলের পরিচালক হয়েছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকার জানান, মনোনীত পরিচালকদের মধ্যে রয়েছেন জালাল উদ্দিন গাজী, আশরাফুল ইসলাম, তাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, আজিজা আক্তার আমিন ও বানেরা খাতুন। তবে কীভাবে এই মনোনয়ন দেওয়া হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী জোনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুমন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অনিয়মের অভিযোগ লিখিতভাবে দিলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং প্রমাণ পাওয়া গেলে মনোনয়ন বা কমিটি বাতিল করা হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কোরবান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর আলম, উপজেলা কৃষকদল নেতা লালচাঁদ প্রামাণিক, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম, ছাত্রদল নেতা ফরহাদ, যুবদল নেতা ইফতেখার মন, সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।