Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

February 05, 2023 02:47:17 AM   দেশজুড়ে ডেস্ক
নাটোরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় চার শতাধিক দুস্থ, অসহায় ও ভ্যানচালক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কৈডিমা বাজারে অটোরিকশা সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা: মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী হত-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। একই দিন বড়াইগ্রাম উপজেলার কুরশাইট বাজারে সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি।

এসময় আজকে সময়ের পরিবর্তনে এই বড়াইগ্রাম-গুরুদাসপুরের মানুষ পরিবর্তন চায় বলে উল্লেখ করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ সময় বলেন, এই সংসদীয় আসন আ.লীগের আসন। কারো ব্যক্তিগত দোষের জন্য, ব্যক্তিগত ত্রুটির জন্য আমরা এই আসন হারাতে চাই না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই বড়াইগ্রাম-গুরুদাসপুরের মাটি আ.লীগের খাঁটি। এই আসনকে রক্ষার জন্য মনোনয়ন পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের লড়াইয়ে আপনাদের সাথে নিয়ে আমি আগামী-২৪ সালে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়বো।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, বড়াইগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি ইসাহাক আলী, চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।