Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

March 21, 2025 10:11:19 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নেত্রকোণা সংবাদদাতা:
নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে বিছানায় ফেলে রেখে যাওয়া হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

নিহত মাজেদা বেগম ওই এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। আরজান আলী জেলা তথ্য কার্যালয়ে এপিআই অপারেটর পদে চাকরি করতেন।

মাজেদা বেগমের মেয়ের জামাই মো. আশরাফ আলী জানান, ছেলে সন্তান না থাকা এবং স্বামী মারা যাওয়ায় তিনি বাসায় একাই থাকতেন শুক্রবার বিকালে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌঁছান আশরাফ। সেখানে গিয়ে তারা দেখেন, ঘরের একটি দরজায় তালা দেওয়া, অন্যটি খোলা।

ঘরে ঢুকে বিছানায় শাশুড়ির নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। নিহতের নাকে রক্ত ও গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান আশরাফ। এছাড়া, শাশুড়ির কানের সোনার গহনা দুটি পাওয়া যায়নি।আশরাফ আলীর ধারণা, সোনার গহনা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা মাজেদা বেগমকে হত্যা করেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরিবারের সদস্যরা এটি হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।