Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় চৈত্র সংক্রান্তিতে খনার মেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় চৈত্র সংক্রান্তিতে খনার মেলা

April 13, 2025 08:23:38 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় চৈত্র সংক্রান্তিতে খনার মেলা

নেত্রকোনা সদর প্রতিনিধি:
চৈত্র সংক্রান্তির প্রথম প্রভাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে শুরু হয়েছে খনার মেলা। লোকজ সংস্কৃতি, গান, কিচ্ছা, শ্লোক, জ্যোতিষশাস্ত্র এবং মানুষের জীবনের নানা গল্প বয়ে আনা এই আয়োজনে উপস্থিত হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে শিল্পী, গবেষক ও দর্শক।

প্রাচীন কৃষিজ্ঞান, জীবনদর্শন আর বাংলার মাটি ও মানুষের সম্পর্ককে ঘিরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলা এবারও ভরিয়ে তুলেছে গান, আলোচনায় আর আবেগে।

দিনরাত ব্যাপী এই আয়োজনে সকাল থেকে একটানা ২৪ ঘণ্টা ধরে চলেছে বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, খনার শ্লোক, আর খনার কুদি। গানের ভাষায় উঠে এসেছে জীবন, মাটির টান, আর ভবিষ্যতের বার্তা।

বাউল সুনীল কর্মকার, প্রবীণ বাউল মিয়া হোসেন, শেফালি গায়েন, কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সহজিয়া, কলিম মুকুল, নূপুর সুলতানা এবং তরুণ শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের।

এই মেলায় ছিল না শুধু গান, ছিল আলোচনাও—স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও সংস্কৃতি সংগঠকদের বিশেষ সেশন। খনার বাণীর আধুনিক প্রাসঙ্গিকতা উঠে এসেছে বক্তৃতায়।

স্থানীয় বাসিন্দা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজারের সম্মিলিত উদ্যোগে এই মেলা যেন হয়ে উঠেছে এক জীবন্ত জাদুঘর লোকজ ঐতিহ্যের স্পন্দন।

একটি উৎসব, যেখানে গান শুধু গান নয়, প্রতিটি শব্দ একেকটা বীজ, যা চাষ হয় মাটিতে নয়, মানুষের চেতনায়।