
এসএসসি পরীক্ষার সময় দীর্ঘক্ষণ পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কথা চিন্তা করে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে এবং দত্ত মার্কেটের তৃতীয় তলায় দুটি অস্থায়ী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে -একটি পুরুষ অভিভাবকদের জন্য, অন্যটি নারীদের জন্য।
বিশ্রামাগার দুটিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে অভিভাবকরা স্বস্তিতে অপেক্ষা করতে পারেন এবং পরীক্ষার্থীরাও চাপমুক্ত হয়ে মনোযোগ সহকারে পরীক্ষায় অংশ নিতে পারে। আয়োজকদের মতে, এই উদ্যোগ পরীক্ষার সময় অভিভাবকদের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নে অনিক মাহবুব চৌধুরীর সঙ্গে যুক্ত ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আতিকুর রহমান, জেলা ছাত্রদল নেতা ওয়াসিম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল খান ইমন এবং পৌর ছাত্রদল নেতা রাকিব হাসান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা ছাত্রদলের এই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন মানবিক চিন্তা সমাজে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।