
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলের গাছ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সজল রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন লেপসিয়া ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, সজল রায়ের সঙ্গে একই গ্রামের সনজিত রায় (সুধন) ও তার ছেলে সৌরভ রায়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। আদালতে বিষয়টি বিচারাধীন থাকলেও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সজল রায় জানান, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। ভুলবশত বি আর এস খতিয়ান সনজিত রায়ের বাবা সন্তোষ চন্দ্রের নামে নথিভুক্ত হয়। পরে গ্রাম্য সালিশে উভয়পক্ষের সম্মতিতে বিষয়টির নিষ্পত্তি হয়, কিন্তু কিছুদিন পর অভিযুক্তরা সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা শুরু করেন। বর্তমানে আদালতে দাগ সংশোধনের মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সনজিত রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লেপসিয়া ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকার বয়োজ্যেষ্ঠদের দাবি, সজল রায়ের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছে, অথচ সনজিত রায় গ্রাম্য সালিশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।