Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

নেত্রকোনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

March 21, 2025 04:25:03 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় ফিলিস্তিন ও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

নেত্রকোনায় পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জেলা খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা বীন ইয়ামিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। তিনি বলেন, ইসরাইলের গণহত্যা ও ভারতের মুসলিমদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে এসব অন্যায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আফজাল হোসেন রাহমানী, নেত্রকোনা প্রেসক্লাবের সেক্রেটারি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মাওলানা সারওয়ার আলম হামিদী, মাওলানা হযরত আলী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মাওলানা আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মাদ শাহ্ আলম, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা খাইরুল বাশার, মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা হোসাইন আহমাদ।

বক্তারা ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন। তারা জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ বিশ্ব সংস্থাগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।