Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় লতিফ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় লতিফ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

April 05, 2025 01:26:44 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় লতিফ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

হৃদয় রায় সজীব, নেত্রকোনা:
নেত্রকোনার কুড়পাড় এলাকায় গত শনিবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আব্দুল লতিফ হত্যা মামলার বাদী শামীম জাহান মিঠু ও তার পরিবার। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।

শামীম জাহান মিঠু জানান, ২০২৪ সালের ১২ আগস্ট পূর্বশত্রুতা ও পূর্বপরিকল্পিতভাবে তালুকদার মোড়ে তার চাচা আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করে হাসমত উল্লাহ ও তার সহযোগীরা। একই ঘটনায় অপর চাচা আব্দুল কাশেম গুরুতর আহত হন।

তিনি বলেন, মামলা দায়েরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও ২, ৫ ও ১০ নম্বর আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে উচ্চ ও নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে ৩ নম্বর আসামি মোহাম্মদ এমদাদ ও ৪ নম্বর আসামি মো. জিয়াউর রহমান বিনা কারাবাসেই জামিনে মুক্তি পেয়েছেন, যা বিচার ব্যবস্থার প্রতি জনমনে প্রশ্ন ও অনাস্থা তৈরি করছে।

মিঠুর অভিযোগ, মামলার ১ নম্বর আসামি হাসমত উল্লাহ যিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এখনো চাকরিতে বহাল রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, একজন আলোচিত হত্যা মামলার প্রধান আসামি কীভাবে এখনও শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকতে পারেন।

তিনি আরও দাবি করেন, জামিনে মুক্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং আতঙ্ক সৃষ্টি করছেন। তারা বলছেন, প্রয়োজনে আরও হত্যাকাণ্ড ঘটাবেন এবং টাকা খরচ করে মামলার নিস্পত্তি করবেন।

শামীম জাহান মিঠু বলেন, “এই আসামিরা এত অর্থ কোথা থেকে পাচ্ছে, কে বা কারা তাদের সহায়তা করছে তা তদন্ত করা প্রয়োজন। এই পেছনের শক্তিকেও আইনের আওতায় আনতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মামলার ১০ নম্বর আসামি মিনা আক্তার মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানির চেষ্টা করেছিলেন, তবে পুলিশ সেই মামলা গ্রহণ করেনি।

সবশেষে শামীম জাহান মিঠু প্রশাসনের প্রতি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, মামলার কার্যক্রমে অগ্রগতি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, সাংবাদিকদের সময় ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।