Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ‘স্বপ্নপূরণ’ এর বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ও রক্তদান কর্মসূচি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

নেত্রকোনায় ‘স্বপ্নপূরণ’ এর বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ও রক্তদান কর্মসূচি

May 09, 2025 07:59:14 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় ‘স্বপ্নপূরণ’ এর বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ও রক্তদান কর্মসূচি

“মানবতার শ্রেষ্ঠ দান, স্বেচ্ছায় রক্তদান” স্লোগানে নেত্রকোনায় উদযাপিত হলো স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৯ মে) সদর উপজেলার শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি।

অনুষ্ঠানে নেত্রকোনা ছাড়াও পার্শ্ববর্তী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। রক্তদাতা, সংগঠক ও মানবসেবায় নিবেদিত তরুণদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনস্থল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল হাসেম মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুর রব মাস্টার, শিক্ষানুরাগী হাসানুল বারী ফারুক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মজনু।

বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষ নয়, একটি পরিবারকে রক্ষা করে। এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। রক্তের অভাবে প্রতিদিন বহু রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে—এ থেকে উত্তরণে সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদ, স্থানীয় বিশিষ্টজন, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।